Terms and Conditions


বিশেষ সতর্কতা ও রিটার্ন পলিসি:

👉 পরিস্কার শরীরে কোয়ালিটি চেক করুন প্লিজ। কোনো কারনে অপছন্দ হলে অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে পন্যটি রিটার্ন করুন প্লিজ।

👉 জুব্বার কলার ও প্লাকেটে শক্ত বক্রম/লাইনিং ব্যবহার করা হয় যা উল্টো হলে বা ভাঁজ পরলে কোয়ালিটি নষ্ট হয়। তাই ধৌতকরন ও সংরক্ষণে সতর্ক থাকুন।

👉 পোশাকের রং ও গুনগত মান ঠিক রাখতে, ওয়াশ/ধৌতকরন, আয়রন ও ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। 

👉 অমসৃণ জায়গায় বসা বা ঘর্ষণে কিছু কিছু কাপড়ের সুতা উঠে যায় যা ফুসকা/ববলিন নয়। তাই চলাফেরার ক্ষেত্রে কাপড়ের ধরন অনুযায়ী প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন।

👉 স্বাভাবিক তাপমাত্রার পানিতে সাদা/হালকা কালার ও রঙিন কাপড় আলাদাভাবে ধৌত করুন।

👉 কাপড়টি ছায়ায় বা কম রোদে শুকাতে দিন। অতিরিক্ত রোদ কাপড়ের রং নষ্ট করে।

👉 কাপড়টি আয়রনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। কম হিটে নিয়মিত আয়রনে কাপড়ের গুনগত মান অটুট থাকে।

🔄 Exchange/Return Policy :

👉 আলহামদুলিল্লাহ্, শর্তসাপেক্ষে বিক্রিত মাল ফেরত নেওয়া হয়। পন্যটি রিটার্ন করতে চাইলে ডেলিভারি চার্জ পেমেন্ট করে পন্যটি রিটার্ন করার অনুরোধ করছি।

👉 ঘোষণার সাথে পন্যটি না মিললে, সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করুন।

👉 পন্যটি রিসিভ করার পর আপনার ব্যক্তিগত কারনে পন্যটি এক্সচেঞ্জ/রিটার্ন করতে চাইলে ২ গুন কুরিয়ার খরচ দিয়ে এক্সচেঞ্জ/রিটার্ন করতে পারবেন ইনশাআল্লাহ।

👉 বড় ধরনের কোয়ালিটি অভিযোগ ব্যতিত, ধোঁয়ার পরে পরিবর্তন/এক্সচেইঞ্জ করা যাবে না।

👉 পন্য প্রাপ্তির ৩ দিনের মধ্যে অভিযোগ করুন। পেইজে মেসেজ দিন বা হোয়াটসআপ করুন। 01839-462363

Hide

Tk

Items